লক্ষ্য প্লাস্টিক মুক্ত বিনপুর, রবিবার বিনপুর 1 ব্লকের বিনপুরে গ্ৰীন বিনপুর ক্লীন বিনপুরের পক্ষথেকে চলে প্লাস্টিক ও আবর্জনা সংগ্রহ কর্মসূচি। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গ্ৰীন বিনপুর ক্লীন বিনপুরের সদস্যরা পুরো বিনপুর এলাকা জুড়ে প্লাস্টিক সংগ্রহ ও আবর্জনা পরিষ্কার করেন। তাদের লক্ষ্য প্লাস্টিক মুক্ত বিনপুর গড়ে তোলা জানান গ্ৰীন বিনপুর ক্লীন বিনপুরের সদস্যরা।