Baduria, North Twenty Four Parganas | Aug 13, 2025
চন্ডিপুর এলাকায় বন্ধুকে জলে ফেলে খুনের ঘটনায় গ্রেফতার বন্ধু, ধৃতকে বুধবার দুপুর একটা নাগাদ পাঠানো হলো বসিরহাট আদালতে বন্ধুকে মদের আসরে ডেকে মদ খাইয়ে মেছো ভেড়ির জলে ফেলে খুন করার অভিযোগে বাদুড়িয়ার চন্ডিপুর এলাকা থেকে বন্ধু উত্তম রায়কে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে বাদুড়িয়ার চন্ডিপুর এলাকায় একটি মেছো ভেড়ির আলা ঘরে মদ খাচ্ছিল তিন বন্ধু। সেই সময় তাদের মধ্যে হঠাৎ গন্ডগোল ঝামেলা বাদে। সেই গন্ডগোল ঝামেল