ত্রিপুরার নদী ভাঙ্গনে বাঁধ তলিয়ে গেছিল পশ্চিম রতনপুরে দিন কয়েক আগে। তারপর নদীর তীব্রতার সাথে ভাঙ্গন চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর জলস্তর কম থাকায় জল ঢুকে প্লাবিত হয়নি এলাকার। এরই মাঝে জোর কদমে এই এলাকা জুড়ে কাজ চলছে। প্রশাসনের তৎপরতায় বালি ও মাটি ভর্তি বস্তা ফেলা হচ্ছে এই ভাঙ্গা অংশে। পুনরায় গঙ্গার জলের দাপট লাগলে যাতে করে জল আটকানো যায় সেই চেষ্টায় করছে প্রশাসন। তবে এ কাজকে কেন্দ্র করে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকাবাসী। ভাঙ্গনে বিপর্যস্ত।