This browser does not support the video element.
মাল: আইসিএসসি পরিক্ষায় রাজ্যে প্রথম মালবাজারের স্বপ্নজিত বিশ্বাস,
Mal, Jalpaiguri | May 6, 2024
সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি বোর্ডের দশম শ্রেণির ফলাফল। সেই পরীক্ষায় ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে মালবাজারের ছেলে ওদলাবাড়ি ডন বসকো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস।এঘটনায় এলাকায় সাড়া পড়ে গিয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষার রাজ্য সাম্ভাব্য টপার মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস ।সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে প্রথম ধাপ শুধুমাত্র স-সম্মানেই নয়,সিআইএসসিই পরিচালিত দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষায় সাড়া জাগানো ফলাফল কর।