দুই পায়ে হাঁটতে পারেন না ৪বছর বয়স থেকে।দুই হাতের উপর ভর করে যেতে হয় এদিক ওদিক। বয়স বারায় তেমন কাজ না করতে পারায় বাড়ি থেকে বার করে দিয়েছে পরিবারের সদস্যরা।গত দেড় মাস ধরে গ্রামের একটি ক্লাবে দিন কাটছে ৬৫ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন অবলা রুইদাসের।গ্রামের মানুষ খাবার দিলে তবেই পেটে খাবার জোটে না হলে অনাহারেই দিন কাটাতে হয়।নিজের বাড়ি থাকতেও আজ বাড়ির বাইরে কাটাতে হোচ্ছে কাঁকসার দোমরা গ্রামের অসহায় বৃদ্ধার।গ্রামবাসীরা জানিয়েছেন,তারা যতটা পারেন চেষ্টা করেন।