বিশাল বড় আকারের একটি অজগর সাপ খিলপাড়া বাজারের ঠিক আগে রাস্তা পারাপার করার সময় বাইক আরোহী নজরে আসে খবর দেয়া হয়েছে বনদপ্তরের আধিকারিকদের কাছে উনারা আসছেন কৌতুহল বশত ৫ শতাধিক লোক সাপটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমার বাড়ি থেকে পচিশ ফুটের মধ্যেই দেখা গেছে এখন আত্মরক্ষার জন্য অজগর সাপটি রাস্তার পয়:প্রণালী বা ড্রেনের নিচে আশ্রয় নিয়েছে।