বুধবার করমপুজো। তবে মঙ্গলবারের মধ্যেই বিভিন্ন আদিবাসী মহল্লাগুলিতে পুজোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামের লায়কাধুরায় অনুভূত হয়েছে করমপুজোর আমেজ। আদিবাসীরা প্রকৃতির পূজারি। করম গাছের ডালকে কাপড় পরিয়ে সাজিয়ে দেবতাজ্ঞানে পুজো করেন ওরা। বৃহস্পতিবার ঘোলটংঝোরা থেকে জল এবং বালি তুলে আনেন তরুণীরা। বালি ঝুড়িতে রেখে তাতে মেশানো হয় সাত রকমের শস্যদানা। এটিকে জাওয়া ঝুড়ি বলা হয়। জাওয়া ঝুড়িগুলি ওরা ঘরের অন্ধকার কো