আলিপুরদুয়ার জেলা তৃণমূলে বড় রদবদল হয়েছে। মাদারিহাট বীরপাড়ার ব্লক সভাপতির দায়িত্ব থেকে বিধায়ক জয়প্রকাশ টোপ্পোকে সরিয়ে জেলা পরিষদের সদস্য বিশাল গুরুংকে মাদারিহাটের ব্লক সভাপতি করা হয়েছে। আইএনটিটিইউসির ব্লক সভাপতি করা হয়েছে সঞ্জয় চক্রবর্তীকে। ব্লক যুব সভাপতি করা হয়েছে রাজেন নায়েককে। তবে ব্লক মহিলা তৃণমূল সভার নেত্রীর পদে রাখা হয়েছে শিউলি চক্রবর্তীকেই। বুধবার দলের তরফে মাদারিহাটে তৃণমূলের কর্মীরা এদের সংবর্ধনা জ্ঞাপন করেন। ছিলেন জেলা পরিষদের বন ও