দেশ জুড়ে বাজারের মানদণ্ড যখন নিন্মগামী তখন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাজার চাঙ্গা হয়েছে, বুধবার বিকেল ৫:৩০ নাগাদ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখতে এসে এমনই বললেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিন তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে লক্ষ্মীদের হাতে টাকা দিয়েছেন বলে বাজার সচল আছে।