১৯৫০ সালের ৬ই সেপ্টেম্বর এসটি তালিকা থেকে কোন অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছিল কুড়মি সম্প্রদায়ের মানুষজনকে। তাই এই দিনটিকে তাঁরা "কালা দিবস" হিসেবে পালন করে। শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন রাস্তার উপরে পথসভা এবং ঝাড়গ্রাম শহরে আক্রোশ মিছিল করে আদিবাসী কুড়মি সমাজ। আক্রোশ মিছিলে অনেকেই কালো পতাকা হাতে নিয়ে সামিল হয়। এদিনের এই পথসভা এবং মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মত।