Rajarhat, North Twenty Four Parganas | Sep 11, 2025
উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের টানা ব্যস্ত উত্তরবঙ্গ সফর শেষ করে বৃহস্পতিবার দুপুরে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।উত্তরকন্যা থেকে বেরিয়ে তিনি বাগডোগরা বিমানবন্দরের পথে যান। সেখান থেকে নির্ধারিত বিমানে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। এই সফরে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলায় প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি একাধিক প্রকল্পের কাজের খতিয়ান নেন।