শুক্রবার শ্রীভূমিতে জেলা বজরং দলের কার্যকর্তারা জানান,করিমগঞ্জ থেকে শ্রীভূমি জেলার নাম পরিবর্তন হওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তারা। তারা বলেন,জেলার নাম ফিরে পেতে কিছু দুষ্ট চক্রের মানুষ আগামীকাল বন্ধের ডাক দিয়েছে। সেই বন্ধকে তারা প্রত্যাখ্যান করেন। তারা বলেন,ভারতবর্ষ স্বাধীন দেশ। সবার আন্দোলনের অধিকার আছে। তবে আন্দোলনের নামে নিরীহ মানুষের অসুবিধা হলে বজরং দল মাঠে নামবেন বলে জানান তারা।