জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল এআইডিওয়াইও। যুব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দেয় এআইডিওয়াইও হুগলি জেলা কমিটি। চুঁচুড়ার ঘড়ির মোরে দাবি দাবা নিয়ে চলে স্লোগান। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করেন।