জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মাধবটিলার আলপনা দাস এর ছেলে সুব্রত দাস উরফে ডিপজল গত কয়েক বছর আগে সবিতা শীল নামে একজনকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী সুব্রত দাস এবং শাশুড়ি আলপনা দাস ওই গৃহবধুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বেশ কয়েকবার এই নির্যাতনের পর থানা পুলিশ পর্যন্ত গড়ায় কিন্তু তারপরেও শুধরাইনি স্বামী এবং শাশুড়ি। বুধবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন নির্যাতিতার গৃহবধূর সবিতা শীল।