ঘটনাটি শুক্রবার শেষ বিকেলের ঘটনা এবং শনিবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সঞ্জয় বর্মন (২২) । তার বাড়ি ধাদিয়াল এলাকায় এবং ছোটবেলা থেকেই রাজারকুটি এলাকায় তার মামার বাড়িতে থাকে সে। সংসারের হাল ধরতে শ্রমিকের কাজ করে সংসার চালায় ওই যুবক। শুক্রবার পাট পচানোর জন্য মাথায় বেঁধে জলাশয়ে নিয়ে যাওয়ার পথে পা পিছলে পড়ে গিয়ে পাটের বোঝা বুকের উপর এসে পড়ে। হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করে