বর্ধমান থেকে কানাডার অন্টারিও-র উদ্দেশ্যে পাড়ি পাড়ি দিলো বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরী দুর্গা প্রতিমা। বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের, ৪-৬ মিলিমিটার মোটা ফাইবার গ্লাসের তৈরী এই ৩০ ইঞ্চি চওড়া এবং ২০ ইঞ্চি উচ্চতার দুর্গাপ্রতিমা গড়ে তুলেছেন।