পূর্ব মেদিনীপুর জেলার গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড নির্বাচন ছিল আজ। মোট ভোটার ৭৮৬,মোট আসন সংখ্যা-৯টি তৃণমূল ও BJP সমান সংখক আসনে প্রার্থী দেয়।সকাল১১থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোট গণনায় দেখা যায় রাজ্যের শাসক দল তৃণমূলকে পরাস্ত করে ৯-০ আসনে জয়ী হয় BJP ,২০২৬শের বিধানসভা নির্বাচনের পূর্বে BJP এই জয়ে উজ্জীবিত BJP কর্মীরা গেরুয়া আবির মেখে বিজয় উল্লার করে এবং স্বচ্ছ ভাবে সমিতি পরিচালনার অঙ্গীকার করে