শ্রীভূমি শহর ব্লক কংগ্রেস কার্যালয়ে ভূপেন হাজারিকার শতবর্ষ জন্মজয়ন্তী উদযাপন,উপস্থিত জেলা কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান। সোমবার শ্রীভূমি শহর ব্লক কংগ্রেস কার্যালয়ে সুধাকণ্ঠ ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার শতবর্ষের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের ওবিসি সেলের চেয়ারম্যান ওহি রঞ্জন দে। এদিন ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কংগ্রেস কার্যকর্তারা। তাছাড়া এতে উপস্থিত ছিলেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত।