বহরমপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটি এবছরের পূজো 66 তম বর্ষে পদার্পণ করেছে, এবারের সিমের এক অভিনব চিন্তাভাবনা নিয়ে এসেছে এই পুজো কমিটি। এবারের থিম সুব্রত্ নবগ্রহ মন্দির, আর এই আদলেই তৈরি হচ্ছে মন্ডপ সজ্জা প্রায় চার মাসেরও বেশি সময় ধরে ব্যস্ত ডেকোরেটর শিল্পীরা। তার পাশাপাশি রয়েছে প্রতিমায় একাধিক চমক, প্রতিমা তৈরি হচ্ছে জোর কদমে। বিগত বেশ কয়েক বছর ধরে জেলা বাসিকে সুন্দর সুন্দর থিমের পুজো উপহার দিয়ে এসেছে এই পুজো কমিটি, এবারও তার কোন ব্যতিক্র