বৃহস্পতিবার সকালে পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে মামুদপুর ১-নম্বর অঞ্চলের অন্তর্গত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "আমাদের পাড়া, আমাদের সমাধান" এর সাথে সাথে "দুয়ারের সরকার" অনুষ্ঠিত হয়। মামুদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে, এবং রায়গ্রাম হাই স্কুলে এই কর্মসূচি হয়। এখানে উপস্থিত ছিলেন, পূর্ববর্ধমান জেলার জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার।