শনিবার সকাল 11 টা নাগাদ আকরারহাট খানুয়ার ডাঙ্গা এলাকার দুই ব্যক্তির সাথে ২২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করল শীতলখুচি থানার পুলিশ। এবং গাঁজা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ খবর জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি জানান এদিন শীতলকুচি ব্লকের হালুয়ার ডাঙ্গা এলাকায় নদীয়া জেলার বাসিন্দার শিবম হালদার ও সিদ্ধার্থ সরকার দুজনে ব্যাগে গাঁজা নিয়ে গোসাইহাটের দিকে টোটো রিক্সা করে আসছিল সেই সময় পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে