Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 25, 2025
এবারের জন্মদিনের কেক কাটল রক্তের ফোঁটা দিয়ে মানবতার প্রদীপ জ্বেলে।দুর্গাপুরের সগড়ভাঙার বছর দুইয়ের খুদে তীর্থেশ চট্টোপাধ্যায়ের জন্মদিনে দেখা গেল এক অন্যরকম আয়োজন রক্তদান শিবির। জন্মদিন মানেই খেলনা, উপহার আর কোলাহল, কিন্তু ছোট্ট তীর্থেশের পরিবার দেখাল অন্য পথ “জীবন বাঁচানোই সবচেয়ে বড় উপহার।” সগড়ভাঙার একটি বেসরকারি হোটেলে আয়োজিত সোমবার দুপুর দুটোয়য এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়