করম পরবের জাওয়া ডালি অর্থাৎ বালির ওপর শস্য বীজ রোপণ করা ডালি নিয়ে খাতড়ার কংসাবতী নদীর কেচন্দা ঘাট থেকে খাতড়া বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হল কুড়মি সমাজের মানুষজনদের। বৃহস্পতিবার আনুমানিক দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করম পরবের বিভিন্ন গান গেয়ে কুড়মি সমাজের মানুষজনরা ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় পামেলান। এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এ বিষয়ে ওই সমাজের মানুষজনরা কি জানালেন শুনুন