রামপুরহাটে নিহত ছাত্রীর বাবা-মার DNA টেস্ট। মৃত ছাত্রীর দেহ সনাক্ত করতে মা-বাবার DNA টেস্ট করা হয় সোমবার দুপুরে। কুড়ি দিন নিখোঁজ থাকার পর রামপুরহাটে ছাত্রীকে তার স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল শারীরিক নির্যাতন করে -খুন করে বস্তাবন্দি দেহাংশ ফেলে দেয়,রামপুরহাট থানার কালীডাঙার কাছে সেচখালে। এখনও খোঁজ মেলেনি ছাত্রীর দুটি পা এবং দুটি হাতের।