শনিবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ সরেন, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা,বিধায়ক দুলাল মুরমু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব,জানা গিয়েছে ব্লক ST সেলের ডাকে এই মিছিল সংঘটিত হয়।