নিখোঁজ থাকার পর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানীনগরের চাষের ক্ষেত থেকে গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। নিহত ওই তরুণীর বাড়ি সামশেরগঞ্জের মহিষাস্থলী এলাকায়। স্থানীয় লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেলে পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও তরুণীর সন্ধান না মেলায় সামশেরগঞ্জ থানায় দ্বারস্থ হয় মৃতের পরিবার।