হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই দুর্গাপুজো। ইতিমধ্যেই পূজোর কেনাকাটা শুরু করছেন সাধারণ মানুষজন। তাছাড়াও জেলা থেকে এই সময় প্রচুর মানুষ আসেন কলকাতায় শুধুমাত্র পুজো শিপিংয়ের জন্য। সেই কারণে এবার ব্যবস্থা করা হচ্ছে পুজো শপিং স্পেশাল বাসের জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি পুজোর সময় সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, তাই কত সংখ্যক বাস অতিরিক্ত চলবে সবটাই জানালেন আজকের সাংবাদিক বৈঠকে।