গোবরগাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে মামা-ভাগ্নে সংঘর্ষ শনিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের গোবরগাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভাগ্নে জামাল শেখ মামা ইয়াকুব শেখকে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব শেখকে হরিহরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, মাথায় একাধিক সেলাই করা হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে হরিহরপাড়া থানায়। বর্তমানে আহত ইয়াকুব শেখ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।