অঙ্গনওয়ারি কেন্দ্রে খিচুরিতে কেন্নো। চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের যুগশ্বরা গ্রামে। পরে গ্রামের যুবকরা ওই খেচুরি না খাওয়ার প্রচার করেন ঘরে ঘরে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই গ্রামের শিশু ও শিশুর মায়েরা অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে টিফিন কৌটো করে খিচুরি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু গ্রামের এক শিশুর অভিভাবক থালায় খিচুরি ঢালতেই একটি মৃত কেন্নো খেচুরির মধ্যে দেখা যায়। তাতে গ্রামে চাঞ্চল্য ছড়ায়।