রেল প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত করা হলো আগামী কালকের নলহাটি রেল স্টেশনের রেল রোকো কর্মসূচি, এমনটাই আজ শুক্রবার বেলা ১২:৩০ টা নাগাদ জানান নলহাটি নাগরিক মঞ্চের সহ-সম্পাদক রাজেশ মিশ্রা, প্রসঙ্গত নলহাটি রেল স্টেশনে বিভিন্ন মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ অন্যান্য বিভিন্ন দাবিতে ২০ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল নলহাটি স্টেশনে রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছিল নলহাটি নাগরিক মঞ্চ।এই কর্মসূচির প্রেক্ষিতেই আজ বেলা ১১:৩০টা নাগাদ নলহাটি স্টেশনে একটি বিশেষ বৈঠক করা হয়।