আলিপুরদুয়ার জেলা পুলিশের নির্দেশে শামুকতলা থানার অধীন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যশোডাঙ্গা হাই স্কুল থেকে যশোডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি চালকদের সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি শোভাযাত্রা করা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেশনাল ডিএসপি উৎসব চন্দ শামুকতল থানার ওসি বিশ্বজিৎ দে শামুকতলা ট্রাফিক পুলিশের ওসি বাবলু রায় সহ শামুকতলা থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত বর্মন এবং ট্রাফিক পুলিশের অন্যান্য সিভিক ভলেন্টিয়ার এবং অফিসারগণ।