ধর্মনগর কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা খুঁটি পূজোর মাধ্যমে সম্পন্ন হলো। এ বছর পুজো পদার্পণ করলো গৌরবময় ২৩তম বর্ষে। বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজোর আয়োজন করেন আয়োজকরা। ক্লাবের সদস্য ও স্থানীয় মানুষজনের উপস্থিতিতে গোটা পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার এমনই দৃশ্য পরিলক্ষিত হয়।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সদস্যরা জানান, বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও তারা শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্রতী হয়েছেন।