রবিবার রাত আড়াইটা নাগাদ বীরপাড়ার সারদাপল্লীতে ১০-১২ টি হাতির একটি পাল হানা দেয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকার পরশ শায়ের দোকানের রোলিং শাটার ভেঙে ছয় সাত বস্তা চাল বের করে খায় হাতিগুলি। সোমবার পরশ জানান, তিনি ঘরের ওপরতলা থেকে হাতিগুলিকে দোকান ভাঙতে দেখছিলেন। কিন্তু কিছু করতে পারেননি। রবিবার সারদাপল্লীর বাসিন্দারা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, এর আগেও এলাকায় হাতি হানা দিয়েছিল। পরিস্থিতি এমন যে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন