গোসবা ব্লকের কচুখালী গ্রাম পঞ্চায়েতের মন্মথপুরে ৭৩,৭৭এবং ৭৮নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন কচুখালী GP প্রধান স্বর্ণময়ী মিস্ত্রি সরকার।উপস্থিত গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধক্ষ তাপস মন্ডল,কচুখালী অঞ্চল তৃণমূলের সভাপতি দিবাকর মিস্ত্রি সহ কচুখালী GP এলাকার পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ৭৩,৭৭,৭৮ এই তিনটি বুথের মানুষজন উপস্থিত হয় ।