বৃহস্পতিবার সন্ধ্যার থেকে একটানা প্রবল বৃষ্টিপাতের ফলে। আড়শা ব্লকের বামুনডিহা কংসাবতী নদী ঘাটে এলাকার মানুষের তৈরি করা বাঁশের সাঁকো জলের তলে ভেসে যাই। নদীর পারে থাকা বেশ কয়েকটি ধানের খেত নষ্ট হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্র থেকে। শুক্রবার বিকেলে সেই চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।