মেদিনীপুর সদরের বেড়াপাল এলাকাতে বুধবার সন্ধ্যায় একটি মুরগির ফার্মে মুরগি খাওয়ার লোভে হাজির হয়েছিল প্রায় ছয় ফুট লম্বা একটি ময়াল সাপ। গ্রামবাসীরা দেখে ফেলেন। হুলুস্থুল কান্ড বেধে যায়। তবে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সাপটিকে বস্তার মধ্যে ধরে ফেলেন। এরপরে তাকে বনদপ্তরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।