বালুরঘাট জেলা হাসপাতালে ফরেনসিক বিভাগের চিকিৎসক যোগ দিয়েও মিলছে না স্বস্তি। একমাত্র ফরেনসিক চিকিৎসকের কাজে গড়িমসির অভিযোগে চাপে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, গত তিন মাসে প্রায় শতাধিক ময়নাতদন্তের রিপোর্ট ঝুলে রয়েছে। ফলে প্রতিদিন রিপোর্টের খোঁজে হাসপাতালে হন্যে ঘুরে বেড়াচ্ছেন মৃতদের পরিবার পরিজন। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ায় সরকারি বিভিন্ন সুবিধা ও মৃত্যুর পর প্রয়োজনীয় নথি তৈরির কাজ আটকে যাচ্ছে।