আগামী ১০ই সেপ্টেম্বর হলদিয়া টাটা স্টিল লিমিটেড কোম্পানির এমপ্লয়িজ শ্রমিক ইউনিয়ের নির্বাচন। তাই আজ পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস INTTUC কোর কমিটির ডাকে নির্বাচনী প্রাক্কালে শ্রমিক দের নিয়ে সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ তথা রাজ্য INNTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য প্রদীপ দে ,এছাড়া কোর কমিটির অন্যান্য সদস্য সহ ওই কোম্পানির এমপ্লয়িরা উপস্থিত ছিলেন