মঙ্গলবার বিনপুর 2 ব্লকের ভুলাভেদা অঞ্চলের কুইলাপাল প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলপাল অঞ্চলের বালিচুয়া হাইস্কুলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার উন্নয়নের দাবি নিয়ে শিবিরে ভিড় জমান এলাকাবাসীরা। দুপুর নাগাদ শিবির পরিদর্শনে আসেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার এছাড়াও উপস্থিত ছিলেন ভুলাভেদা ও শিমুলপাল অঞ্চলের প্রধান। এদিন শিবির থেকে প্রতি বুথের জন্য ১০ লাখ টাকা করে উন্নয়নের পরিকল