কুলটি শুটআউট কাণ্ডে জলপাইগুড়ি থেকে গ্রেফতার খুনের মাস্টারমাইন্ড সহ দুইজন। আসানসোলের কুলটিতে শুটআউট কাণ্ডে চাঞ্চল্য। খুনের মাস্টারমাইন্ড হিসেবে গ্রেফতার করা হয়েছে ফারহানাজ (২৫) নামে এক মহিলাকে। তিনি মৃত জাভেদ বারিকের খুড়তুতো বোন। একইসঙ্গে গ্রেফতার হয়েছে তার গাড়িচালক সাজিদ আখতার সৈয়দকেও। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি বিবাদের জেরেই গত শুক্রবার রাতে কুলটিতে গুলি করে খুন করা হয় জাভেদ বারিককে। মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।