কাঞ্চনপুরে দাসপাড়া গ্রামের এক যুবক দীপ দাসের টিস্যু পেপার তৈরীর কারখানা পরিদর্শন করেন রাজ্যের কারা এবং শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রবিবার কাঞ্চনপুরের দাসপাড়া ১৩নং বুথে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী শান্তনা চাকমা। দলীয় কর্মসূচি শেষে উদ্যমী যুবক দীপ দাসের সেই টিস্যু পেপারের কারখানা পরিদর্শন করে তাকে শুভেচ্ছা জানান মন্ত্রী শান্তনা চাকমা।