দামোদর নদীর ডিসেরগড় মাজার ঘাটে স্নান করতে তলিয়ে গেলো ২ ছাত্র, উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ি অন্তর্গত ডিসেরগড় মাজারে ঘুরতে আসেন আসানসোলের বার্নপুরেরর আর বি মাদ্রাসা থেকে সাত বন্ধু। সেখানে ২ বন্ধু মিলে ডিসেরগড় মাজার সংলগ্ন দামোদর নদীতে স্নান করতে নামে। এরপর নদীতে নেমেই বিপত্তি। জলের গভীরতা থাকায় ২ বন্ধু বা ছাত্র তলিয়ে যায়। বার্নপুর রহমত নগরের মহম্মদ তনভির(১৬) এবং আস