বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হলো স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। জানা গেছে কোচবিহার বোকালিরমঠ মাঠে এলাকার অমিত পাল নামে এক কিশোর জন্মগতভাবেই বিশেষভাবে সক্ষম। জনপ্রতিনিধি অথবা বিভিন্ন দপ্তরে জানিয়েও তার কোন সহযোগিতা পায়নি ওই পরিবারের সদস্যরা। অবশেষে এই খবর পেয়েই কোচবিহারের অ্যাপ স্বেচ্ছাসেবী সংস্থা ঐ কিশোরের চলাফেরার সুবিধার্থে শনিবার একটি হুইল চেয়ার প্রদান করেন। এই হুইলচেয়ার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা।