বাগতি সার্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্যোগে পূজা মন্ডপ প্রাঙ্গনে এক ঝাঁক সাংস্কৃতিক ও ধার্মিক অনুষ্ঠানের আয়োজন। অন্যান্য বছরের মত এ বছরও বাগমুন্ডির বাগতি গ্রামে গ্রাম ষোলআনা কমিটির উদ্যোগে সারম্বরে পূজা-পার্বণ অনুষ্ঠিত হচ্ছে। আজ মহা অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি ও আরতিতে ব্রতীদের ভিড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। পূজা কমিটির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ জানান গত সোমবার রামায়ণ পাঠ, আজ মঙ্গলবার ডান্স ও নাটক সন্ধ্যাতে, আগামী বুধবার মন