মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত জলপাইগুড়ি পুলিশের। গ্রেফতার ১। বুধবার রাতের পর বৃহস্পতিবার রাতেও পুলিশ অভিযান চালায় জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। পুরসভার এক নম্বর ঘুমটি রেললাইন সংলগ্ন এলাকা,আদর পাড়া শানু পাড়া, সারপের মোড়, বউবাজার এলাকা, এছাড়া কদমতলার বেশ কিছু এলাকা অভিযান পুলিশের। বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। এধরনের অভিযান লাগাতার চলবে বলে জলপাইগুড়ি কোতোয়াল