সরকারি জায়গাথেকে অবৈধ উপায়ে মাটি কেটেনেওয়ার প্রতিবাদে বাঁধাদিলো স্থানীয় লোকজনেরা। শান্তির বাজার মহকুমার আই টি আই কলেজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গাথেকে প্রতিনিয়ত মাটি চুরিরঘটনা ঘটেযাচ্ছে বলে অভিযোগ। শনিবার এই জায়গাথেকে ৬ থেকে ৭ ট্রিপার ও দুইটি ড্রজার মাটি কাঁটার বিষয়ে জানতেপেরে স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলেএসে মাটি কাটাতে বাঁধাদেয়। জানাযায় শান্তির বাজারের এক ঠিকেদার রাজু দত্ত এই মাটিগুলি নিয়েযাচ্ছে। কোনোপ্রকার বৈধ অনুমোদন ছারাই এই মাটিগুলি কাঁটে নিয়েযাওয়