হাইলাকান্দি জেলায় আসন্ন শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈন-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয়,আসন্ন দুর্গাপূজার অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে দরখাস্ত দাখিল করতে হবে।