পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিয়া ব্লকের মাঝি আপুর এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে মারিশদা থানা এলাকার শেরপুর গ্রামে গরুর হাটে বিক্রি করতে এলে চোর সন্দে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি ওই হাটির এক গরু ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে খোঁজা গরুর মালিক হাটে এসে দেখেন গরুসহ গরু নিয়ে পালিয়ে আসার ব্যক্তিকে হাটে বেঁধে রেখেছে স্থানীয় বাসিন্দারা |মালি গেছে গরুকে সনাক্ত করে মারিশদা থানা খবর দিলে পুলিশ এসে সন্দেহ ভজন ব্যক্তিটিকেকে থানায় আটক করে নিয়ে যায় |