মুর্শিদাবাদ, তারানগরঃ পদ্মায় জল কমতেই ফের নতুন করে শুরু হয়েছে ভাঙন। রবিবার সন্ধ্যা প্রায় ৫টা নাগাদ ভাঙনের জেরে তারানগরের রাস্তাঘাট ভেঙে পড়ে এবং একাধিক বাড়ি ঝুলন্ত অবস্থায় পড়ে যায়। যে কোনো মুহূর্তে সেগুলি ধসে পড়তে পারে বলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙন রুখতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাটির বস্তা ফেলে সাময়িক প্রতিরোধ গড়ার চেষ্টা করা হলেও তা কার্যত ব্যর্থ হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর একই পদ্ধতিতে টাকা খরচ করে ভাঙন ঠেকানোর