সিনেমার প্রোমোশনের জন্য দেবের আগমন নিয়ে লাগানো পোস্টের খুলে ফেলার অভিযোগ রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে। যা নিয়ে শনিবার প্রতিবাদে সরব হল সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র সংসদের সদস্যরা। প্রতিবাদে তাঁরা সরাসরি পুরসভার নাম করেই প্রতিবাদে সরব হন। তৃণমূল ছাত্র পরিষদের জেলার নেতা শেখর মন্ডল বলেন, এই প্রথম রঘু ডাকাত সিনেমার প্রোমোশনের জন্য সুরেন্দ্রনাথ কলেজে অভিনেতা দেব আসছেন। কিন্তু পুরসভার এমন পদক্ষেপে আমরা ব্যথিত